1. live@www.dailysonalisurjo.com : news online : news online
  2. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

রাস্তায় পড়ে ছিল নারীর মরদেহ, পাশে মিলল জীবিত শিশু

দৈনিক সোনালী সূর্য
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪

নেত্রকোণার পূর্বধলায় একটি আঞ্চলিক সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর পাশেই পড়েছিল দুই বছর বয়সী জীবিত এক শিশু। ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর। নিহত নারীর ও শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে একটি কাঁচা সড়কে পড়ে থাকা অবস্থায় আজ বুধবার ভোর ৬টার দিকে তাদের উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদুল ইসলাম। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার কাছিয়াকান্দা গ্রামের এক ব্যক্তি গ্রামের একটি মাটির সড়কের ওপর ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারী ও তার পাশে একটি দুই বছর বয়সী শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর শিশুটি জীবিত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।

পূর্বধলা থানার ওসি মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, ওই নারীর মাথায় বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে। আর শিশুটির মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফেরে। পরে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিহত নারী পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি রাশেদুল ইসলাম বলেন, ওই নারীকে হত্যার পর দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে কিনা, হত্যা হয়ে থাকলে এই হত্যায় কারা জড়িত বা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কিনা, এ নিয়ে তদন্তের পাশাপাশি থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailysonalisurjo.com
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট