1. live@www.dailysonalisurjo.com : news online : news online
  2. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

হংকং–সিঙ্গাপুরের পর এবার নেপালে নিষিদ্ধ ভারতের দুই ব্র্যান্ডের মসলা

দৈনিক সোনালী সূর্য
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪

ভারতের দুটি ব্র্যান্ডের মসলা আমদানি, বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার। ব্র্যান্ড দুটি হচ্ছে— এমডিএইচ ও এভারেস্ট। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের এক কর্মকর্তার বরাত দিয়ে এএনআই বলেছে, ওই দুই ব্র্যান্ডের মসলায় ক্ষতিকর ইথিনাল অক্সাইড শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই পদক্ষেপ নিয়েছে। তারা এখন ওই সব মসলায় ইথিনাল অক্সাইডের মাত্রা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

নেপালের খাদ্যপ্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহার্জন বলেন, ‘গত সপ্তাহেই এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের মসলা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বাজারে এসব মসলা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। কারণ এসব মসলায় ক্ষতিকর উপাদান পাওয়ার খবর পাওয়া গেছে।’

ওই দুটি ব্র্যান্ডের মসলায় ক্ষতিকর রাসায়নিক থাকার বিষয়ে পরীক্ষা চলছে বলেও জানান মোহন কৃষ্ণ মহার্জন। তিনি বলেন, ‘পরীক্ষার চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

এর আগে হংকং ও সিঙ্গাপুর এই দুটি ব্র্যান্ডের মসলা নিষিদ্ধ করেছে। এরপর নেপাল একই পদক্ষেপ নিলো।

বিশ্বের বৃহত্তম মসলা প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিত ভারত। দেশটি প্রতিবছর মসলা রপ্তানি করে প্রচর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। এমডিএইচ ও এভারেস্টের মসলা সারা বিশ্বেই বেশ জনপ্রিয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailysonalisurjo.com
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট