রাজধানীর রমনার বিজয়নগরের বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ৭ নং বিজয় নগরের দ্বিতীয় তলায় এই ঘটনাটি ঘটে।
পরে দুপুর পৌনে ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে।
নিহতের বোন নারগিস বেগমের কাছে তার ভাই নাজমুল হাসান কিভাবে মারা গেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো তথ্য দেবেন না বলে জানান।
রমনা থানার এসআই সুজন চন্দ্র দে বলেন, ‘আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠাই।’
তিনি আরো বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি ওই বৃদ্ধ দীর্ঘদিন যাবত একাই ওই বাড়িতে থাকতেন।বাড়িটি পরিত্যক্ত। তিনি অবিবাহিত ছিলেন। আমরা গিয়ে দেখি তার সমস্ত শরীরের পচন এবং পোকা ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কিছু সে বিষয়টি আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’