ফেঁসে গেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন নায়িকা যে বই লিখেছিলেন, তার নাম রেখেছেন ‘কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’। ‘বাইবেল’ শব্দ থাকায় তার বিরুদ্ধে হয়েছে মামলা।
খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগে মধ্যপ্রদেশ উচ্চ আদালতে করিনার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আর তার জেরেই অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। জানা গেছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থোনির দাখিল করা পিটিশনের ভিত্তিতেই কারিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পরিচালক হিসেবে এটিই কি অঞ্জন দত্তের সেরা কাজ?পরিচালক হিসেবে এটিই কি অঞ্জন দত্তের সেরা কাজ?
কারিনা কাপুরের পাশাপাশি বইয়ের প্রকাশকের বিরুদ্ধেও নোটিশ পাঠানো হয়েছে। আদালতের পক্ষে জারি করা নোটিশে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, কেন বইয়ের নামে বাইবেল শব্দটি ব্যবহার করা হয়েছে? মামলা দায়েরকারী ক্রিস্টোফার অ্যান্থোনি কারিনার বইটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।
জব্বলপুরের সমাজকর্মী অ্যান্থোনি। তাঁর অভিযোগ, বাইবেল শব্দটি ব্যবহার করায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত লেগেছে। ওই পবিত্র শব্দ ব্যবহার করে সস্তা প্রচার নিয়েছেন কারিনা কাপুর।